ভাইরাল হতে বাসর রাতের ভিডিও শেয়ার করলেন নবদম্পতি! || Viralnews

ভাইরাল হতে বাসর রাতের ভিডিও শেয়ার করলেন নবদম্পতি!

 "শুধু ব্যক্তিগত যা পবিত্র, এ কথা বলেছিলেন বিশিষ্ট ভারতীয় কবি বুদ্ধদেব বসু। কিন্তু বর্তমান প্রজন্ম, যারা 'ভাইরাল জ্বরে' আক্রান্ত, সেই বক্তব্যে আর বিশ্বাস রাখতে চায় না। ভ্লগিংয়ের মাধ্যমে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে চলেছে। এমনকি বাসর রাতের ভ্লগও প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নবদম্পতি নিজেদের বাসর রাতের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছেন। বর কনেকে প্রশ্ন করছেন, আমাদের বাসর রাত কেমন ছিল? নববধূর উত্তর, এখনো তো সেটি হয়নি!



এরপর বরকে খাটে সাজানো গোলাপের সুগন্ধ নিয়ে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে নববধূকে নিবিড়ভাবে চুমু দেন বর। সেই দৃশ্যও ভিডিওতে ধরা পড়েছে। এরপর দুজন বিছানার দিকে অগ্রসর হতে থাকেন।"

বর-কনে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। কিছু মানুষ ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, আর কি বাকি রইল! ব্যক্তিগত মুহূর্তগুলো কি সকলের সামনে প্রদর্শন করা উচিত? অনেকের মতে, সমাজে নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে, এই ধরনের ভিডিও তারই একটি উদাহরণ। 

অন্য একজন কটাক্ষ করে বলেছেন, দরজা-জানালা খুলে দিলেও তো চলত!

 

 

Post a Comment

أحدث أقدم