গাজীপুরে ভাঙা রাস্তার উপর শিশুদের মাছ ধরার দৃশ্য, ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে #kbonlinenews

গাজীপুরে সড়কের গর্ত থেকে মাছ ধরছে শিশুরা। গাজীপুর পৌর মার্কেট এলাকায় গত বুধবার বিকেলেছবি: সংগৃহীত

 ভাঙা সড়কের গর্তে পানি জমে আছে। গর্তের কারণে যানবাহনগুলো হেলেদুলে চলছে। এর মধ্যেই হঠাৎ কয়েকটি শিশু গর্তে নেমে মাছ ধরতে শুরু করেছে। তাদের মধ্যে কেউ কেউ হাতে দু-তিনটি মাছ নিয়ে আছে। এই দৃশ্য দেখে আশপাশের লোকজন অবাক হয়ে গেছে। কেউ কেউ বেহাল রাস্তা নিয়ে হাসিঠাট্টা করছেন।

সম্প্রতি ভাঙা সড়কে শিশুদের মাছ ধরার ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি গাজীপুর নগরের রাজবাড়ি সড়কের পৌর মার্কেট এলাকার। গত বুধবার মো. ইমরান নামের একজন ব্যক্তি ওই ভিডিওটি মুঠোফোনে ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন।

ভিডিওর ক্যাপশনে ইমরান উল্লেখ করেন, ‘আমাদের জয়দেবপুরের রেল গেটে (পৌর মার্কেট ও রেলের গেট কাছাকাছি) চলছে মাছ ধরার প্রতিযোগিতা।’ তিনি একটি ঠাট্টার ইমোজিও যুক্ত করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী পোস্টটিতে নেতিবাচক মন্তব্য করেন। ভিডিওটি ‘ট্রাভেলারস এক্সপ্রেস গাজীপুর’ নামক একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। আজ বিকেল পৌনে চারটা পর্যন্ত এটি ৮৯ হাজার ২০০ জন দর্শক দ্বারা দেখা হয়েছে এবং ৪৭৮ বার শেয়ার করা হয়েছে।

সড়কে তৈরি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে ভোগান্তি বেড়েছে চলাচলকারীদের। গত সোমবার বিকেলে গাজীপুরের রাজবাড়ি সড়কের কাজী মার্কেট এলাকায়ছবি:সংগৃহীত

গাজীপুর নগরের শিববাড়ি মোড় থেকে ভাওয়াল রাজবাড়ির দিকে (বর্তমান জেলা প্রশাসকের কার্যালয়) একটি সড়ক রয়েছে, যা রাজবাড়ি সড়ক নামে পরিচিত। এই সড়কের মাইক্রোস্ট্যান্ড থেকে রাজবাড়ি ঢাল পর্যন্ত ৬০০ মিটার অংশ অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে বিটুমিন উঠে গেছে এবং কিছু জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের কারণে মাঝে মাঝে যানবাহন উল্টে যাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কার করা হচ্ছে না। এর মধ্যে গত বুধবার রাস্তার গর্তে শিশুদের মাছ ধরার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে একটি মাছবোঝাই ট্রাক নগরের জোড়পুকুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি পৌর মার্কেট এলাকায় পৌঁছানোর পর একটি গর্তে পড়ে কাত হয়ে যায়। এর ফলে কিছু মাছ গর্তে ছিটকে পড়ে। এই দৃশ্য দেখে আশপাশের শিশুরা মাছ ধরার জন্য গর্তে নেমে যায়। তখন ভিডিওটি ধারণ করা হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, সড়কের গর্তের কারণে যানবাহনগুলো খুব ধীরগতিতে চলছিল। হঠাৎ একটি ট্রাকের চাকা গর্তে পড়ে বিশাল ঝাঁকুনি খায়, যার ফলে ট্রাক থেকে কিছু মাছ সড়কে ছিটকে পড়ে। এই অবস্থায় আশপাশের শিশুরা গর্তে মাছ ধরতে নামে। তিনি আরও বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে এবং মাঝে মাঝে সেখানে যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সেটি...

 

kbonlinenews.blogspot.com

Post a Comment

أحدث أقدم