এবার বাংলাদেশের গ্রাম অঞ্চলেও দেখা মিললো প্রচন্ড বিষধর রাসেল'স ভাইপার। ভারত থেকে নতুন আতঙ্ক এখন সারা বাংলাদেশে। পদ্মা তীরবর্তী অঞ্চলে দেখা মিলছে মুর্তিমান আতংক রাসেল'স ভাইপার সাপ। বাড়ির উঠোনে মানুষের আশেপাশেই চলে আসছে খাবারের সন্ধানে! বিশ্বের সবচেয়ে বিষধর এই সাপের এর গায়ের রঙ পরিবেশের সাথে মিলে যাওয়ায়, বোঝার কোনো উপায় থাকেনা, এখানে আদৌ কোনো সাপ রয়েছে কিনা। এছাড়াও অজগরের বাচ্চা ভেবে ভুল করে অনেকেই।কিভাবে সহজেই সনাক্ত করবেন এই সাপ? কিভাবে বুঝবেন আপনার আশেপাশে এর অস্তিত্ব! আক্রান্ত হলে করনীয় কি? সেসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে!
Post a Comment