এখনো যারা IDM নিয়ে কষ্টে আসেন তারা এদিকে আসুন



 
প্রিয় টিউনার ভাইরা, আশা করি মহান আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমিও আল্লাহর বিশেষ দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। টেকটিউনস্-  আমার প্রথম টিউনে সকলকে সুস্বাগতম। অনেকদিন আগে টেকটিউনস্- সাইন আপ করলেও প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো টিউন করার সময়, সুযোগ এবং মানসিকতা কোনোটাই আসলে এই পর্যন্ত হয়ে উঠেনি।  তাই আর কথা না বাডিয়ে চলুন মূল টিউনে  ফিরে আসি।

আমার প্রথম টিউনে আজকে আমি আপনাদেরকে অতি পরিচিত এবং অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যারকে অতি সহজে কিভাবে আপনার নিজের নামে সারা জীবনের জন্য ফ্রী রেজিস্ট্রেশন করে ফেলবেন সেটি দেখাব।  টিউনের হেডিং দেখে এতক্ষনে নিশ্চয়ই বুজে ফেলেছেন আমি কোন সফটওয়্যারটি সম্পর্কে বলতে যাচ্ছি।  হ্যাঁ, “ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারযেটিকে সংক্ষেপে আইডিএম (IDM) বলা হয়ে থাকে। সত্যি কথা বলতে কি, সারা দুনিয়ায় ইন্টারনেট জগতে কোনো কিছু ডাউনলোড করার জন্য আইডিএম (IDM) এর মত শক্তিশালী বহুমূখী কার্যক্ষমতা সম্পন্ন কোনো সফটওয়্যার এখন পর্যন্ত আবিষ্কার হয়নি।  ছবি, ওডিও, ভিডিও, সফটওয়্যার সহ সে কোনো ধরনের ফাইল অনায়াসেই ডাউনলোড করা যায় IDM এর সাহায্যে।  তাই অনেকের কাছে এই সফটওয়্যারটির ব্যাপারে এক অজানা কৌতূহল থেকেই যায়। 



Internet Download Manager- (IDM)


প্রতিদিন ইন্টারনেটে যারা কিছুনা কিছু ডাউনলোড করে থাকে তারা এই সফটওয়্যারটি বিভিন্ন ভাবে ইউজ করে থাকে। কিন্তু কিছুদিন পর পর আপডেট চাওযার কারনে সিরিয়াল নাম্বার ইনভেলিড (Invalid) হয়ে যায় এবং "ফেইক সিরিয়াল নাম্বার (fake serial number)" মেসেজ দেখায়।   তারপর বরাবরের মতইরেজিস্ট্রেশন বক্সশো করে যার কারনে আর ব্যবহার  করতে পারেননা। তাই বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হয়ে অনেকেই IDM ব্যবহার করা ছেড়ে দেয়।

সুতরাং উপরোক্ত কারনে যারা IDM আর ব্যবহার করতে পারছেন না বা ব্যবহার করছেন না, আমার এই টিউনটি মূলত তাদের জন্যই।  হয়তবা এই টিউনে দেখানো আমার কৌশল বা টেকনিক টি আপনাদের অনেকের কাছে জানা থাকতে পারে। কিন্তু যাদের জানা নেই তাদেরকে এই টিউন টি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি।  আমার দেখানো টেকনিকে IDM ব্যবহার করার পর আশা করি  আপনার IDM সফটওয়্যারটি আর আপডেট চাইবেনা, "ফেইক সিরিয়ালমেসেজ আসবেনা এবংরেজিস্ট্রেশন বক্স শো করবেনা, কি মজা তাই না !! তা ছাড়া সফটওয়্যার টি নিজের নামে রেজিস্ট্রেশন করা থাকলে তো আর কথাই নেই !!! নিচের ছবিতে দেখুন  আমার IDM টি আমার নিজের নামে (আরজু আলী) রেজিস্ট্রেশান করা।

 


Post a Comment

Previous Post Next Post