একজন প্রকৃত প্রেমিক শত শতমেয়েকে ভালবাসে না..বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে..!!
2) ভালোবাসা কোন কিছু দেখে হয় না,ভালোবাসা এমনিতেই হয়ে যায়,কোন কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না ভালোলাগা পর্যন্ত হতে পারে।
3) কে বলে চাঁদ কে স্পর্শ করা যায়না
এই যে!! ছুঁয়ে দিলাম।
এই যে!! ছুঁয়ে দিলাম।
4) মনে হয় শুধু আমি আর শুধু তুমি
আর ঐ আকাশের পউষ নিরবতা,,
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে
কতকাল কহিয়াছি আধো আধো কথা!!
আর ঐ আকাশের পউষ নিরবতা,,
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে
কতকাল কহিয়াছি আধো আধো কথা!!
5) যতনে রেখেছি তোমায় আমারি বুকে___<>___
পারবেনা কেড়ে নিতে কেউ তোমাকে__^__
কোথায় যাবো আমি কে আছে আমার___<>___
তুমি ছাড়া পৃথিবীটা এতই আধাঁর___()___
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো,,,
জনমে জনমে আমি তোমারি রবো____[]____
পারবেনা কেড়ে নিতে কেউ তোমাকে__^__
কোথায় যাবো আমি কে আছে আমার___<>___
তুমি ছাড়া পৃথিবীটা এতই আধাঁর___()___
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো,,,
জনমে জনমে আমি তোমারি রবো____[]____
6) তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই......
অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই......
7) মনের মধ্যে প্রবহমান ঝর্ণা
এনে দিল ভালবাসার বন্যা।
ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা
শুরু হল ভালবাসার খেলা।
এনে দিল ভালবাসার বন্যা।
ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা
শুরু হল ভালবাসার খেলা।
8) তুমি আমার রঙ্গিন শপ্ন, শিল্পীর রঙ্গে ছবি ।
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি ।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল ।
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল ।
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি ।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল ।
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল ।
9) একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
10) শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্যে কয়েক হাজার
বছর এক নিমিষেই বেঁচে থাকা যায়।
হোক সে হাসির কারন অন্য কেউ...তবুও।
বছর এক নিমিষেই বেঁচে থাকা যায়।
হোক সে হাসির কারন অন্য কেউ...তবুও।
11) তোমার জন্য স্বপ্ন দেখি
তুমি আসবে বলে,
তোমার জন্য অপেক্ষায় আছি
তুমি ভালোবাসবে বলে।
তুমি আসবে বলে,
তোমার জন্য অপেক্ষায় আছি
তুমি ভালোবাসবে বলে।
12) ভালবাসা মানে আবেগের পাগলামি,
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।
13) হৃদযের সীমানায় রেখেছি যারে,
হয়নি বলা আজো ভালবাসি তারে।
ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি।
কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
হয়নি বলা আজো ভালবাসি তারে।
ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি।
কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
14) শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন ।
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন ।
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
15) ১ কোটি বছর আগে জন্মে ছিলো তোমার জন্য ভালোবাসা,
এখনো অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।
তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা দিতে..!
এখনো অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।
তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা দিতে..!
Post a Comment