Bangla SMS_4

এর থেকেও

তোমাকে বেশি ভালোবাসতে চাই ,

তুমি কি সেই অধিকার আমাকে দিবে ??

17) অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি,
সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা ,
অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষা থাকা।

মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন ।
স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন ।
একটা সুন্দর মনের দেখা পাবো বলে

"অপেক্ষাই আছি সারাক্ষণ ।"

19) ভালবাসি আমি শুধুই তোকে
আজ ও ঠিক সেই আগের মতই ।

20) মেয়েদের ভালবাসা আবেগ প্রবন
আর ছেলেদের ভালবাসা অব্যক্ত ।

21) ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে .. মন তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে !.. বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে .. আর ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে..........

22) ভালোবাসা মানে তুমি কতবার ‘'তোমাকে ভালোবাসি'’ বলতে পারো তা নয়..., ভালোবাসা হলো তুমি কতবার ‘'তোমাকি ভালোবাসি'’ কথাটি প্রমান করতে পারো সেটা

23) যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে, তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...? যদি কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ, তুমি কী তখন জ্বালাবে আলোর দ্বীপ...? যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে, তখনও কী আমি থাকবো তোমার মনের সীমান্তে...?

24) এই পারে যদিও মোদের,
নাই বা হয় দেখা!
ঐ পারে সঙ্গী হবো,
ভেবো না তুমি একা!
ভালবেসে তোমায় আমি,
জীবন ও দিতে পারি!
তোমায় পেলে সুখের সাথে ও,
দেবো আমি আড়ি!

25) মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥

26) এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন জানিনা যে এই জীবনে,
কে হবে আপন মনের মত চাই তারে,
চাই তার মন হবে কি তুমি,
আমার কাছের একজন॥

27) মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে,
পাওয়া য়ায় না কোন গাছের নিচে,
সেটা পাওয়া শুধু পাওয়া য়ায়
সত্যকারী ভালবাসার মানুষের মনে

28) ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস ।
জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ ।

29) খুব নিশিতে কষ্ট হলে , মাথা রেখ চাঁদের কোলে ,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে ।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে ।

30) টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে।
এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে!
এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে!
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে।
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে...

Post a Comment

أحدث أقدم