Bangla Noboborso SMS_3

18) পুরোনো যত হতাশা, দুঃখ,অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। *শুভ পহেলা বৈশাখ-১৪২..*

19) চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেইসূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! #শুভ_____নববর্ষ

20) মনে আসুক বসন্ত, সুখ হোকঅনন্ত! স্বপ্ন হোক জীবন্ত.............আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!!!!! ************শুভ নববর্ষ**************

21) ফুল ফুটেছে বনে বনে...ভাবছি তোমায় মনে মনে...বলছি তোমায় কানে কানে..."শুভ নববর্ষ"

22) বার মাসে তের পার্বণ এবার এলো বলে, বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!! নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ,, আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই ****শুভ নববর্ষ****

23) ভুল কে আজ দাও ছুটি,বিবাদ কে আজ দাও বিদায়।মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজবন্ধু কর। এই সময় এই ক্ষনপাবে তুমি কতক্ষনআসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই, ভালবাসায়ধন্য হোক জীবন, শুভ হোকতোমার আমার নববর্ষ ১৪২..

24) আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নবরুপে পহেলা বৈশাখ…
আজ শুধুই ভালবাসার উজানে, বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে, পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে, প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন সাজে পহেলা বৈশাখ।
শুভ নববর্ষ !!

25) পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনোদনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ_নববর্ষ

26) নিশি অবশান প্রায় ,
ঐ পুরাতন বর্ষ হয় গত ।
আমি আজি ধূলিতলে ,
জীর্ন জীবন করিলাম নত ।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত,
খমা কর আজিকের মত।
পুরাতন বছর সাথে ,
পুরাতন অপরাধ যত ।
হর্দম হৈ হৈ,
বৈ এল ঐ,
কলার পাতায় ইলিশ পান্তা ,
ঈসান কোনে মেঘের বার্তা ।
শুভ নববর্ষ

27) হাসি দুঃখ গ্লানি.
ছিল আছে থাকবে.
নতুন বছরের শুভদিন.
আসবে কাছে ডাকবে.
ঐসব গ্লানি ভূলে গিয়ে.
নাও মনে ঐ ডাক.
জানাই হে প্রিয় সকলকে.
শুভ পহেলা বৈশাখ!

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم