একই ব্রাউজারে এক সাথে ব্যবহার করুন জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন।এবার আপডেট থাকুন সব সময়।

 

প্রিয় বন্ধুরা

 প্রথমেই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভাল আছেন। আমরা জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন ইত্যাদি ব্যবহার করি। আর এগুলো চালানোর জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন ব্রাউজার বা অ্যাপস ব্যবহার করতে হয়। যেমন আপনি যদি কোন ব্রাউজার থেকে আপনার জিমেইল চেক কতে চান তাহলে আপনার আইডতে লগ ইন করে তারপর স্বাভাবিকভাবেই তা করতে হবে। কিন্তু আপনি জিমেইল অ্যাপস ব্যবহার করে আরো সহজেই জিমেইল ব্যবহার করতে পারেন। আজ আমি নিয়ে এলাম এর থেকেও সুবিধাজনক একটি অ্যাপস। যেটি ব্যবহার করে  আপনি একই সাথে জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন একাউন্ট চালাতে পারবেন। এই অ্যাপসটি নাম হল 1in5Browser.  ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।  
অ্যাপসটির সাইজ মাত্র: ৪.০১ মেগাবাইট।
অ্যাপসটি ইনস্টল করার পর উপরে আপনার কাঙ্খিত ট্যাবে ক্লিক করলেই জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন এর লগ ইন পেজ পেয়ে যাবেন। এবার আপনি একবার লগ ইন করে রিমেম্বার করে রাখুন। তাহলে ব্যবহার করতে সুবিধা হবে। তবে সর্বদা অন্যের হাত থেকে সাবধান থাকবেন।তারমানে আপনার মোবাইল ফোনটি কে অন্যদের ব্যবহার করতে না দেওয়াই ভাল। যেহেতু আপনার আইডি সর্ব সময় লগ ইন অবস্থায় থাকবে। তবে আপনি লগ আউট করে রাখলে কোন অসুবিধা নেই।
অ্যাপসটি সহজেই যে কোন ইউজার ব্যবহার করতে পারবেন। সকলকে আবারো সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতে ইতি টানছি। খোদা হাফেজ।
এবার আরেকটা অ্যাপস এর কথা বলবো।
আমরা অনেক সময় বাইরে থাকার কারণে বিভিন্ন টিভি চ্যানেলে প্রিয় অনুষ্ঠান গুলো মিস করি। শুধু অনুষ্ঠান কেন, প্রিয় দলের খেলা ও তো দেখার সুযোগ হয় না। তাই না। এ সমস্যার সমাধানের জন্য আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি লাইভ টিভি অ্যাপস। যেটি ব্যবহার করে আপনি বাংলাদেশের প্রায় সব কয়টি টিভি চ্যানেল অনলাইনে দেখতে পারবেন। ইন্টারনেট এর গতি তেমন ভাল না হলেও দেখতে তেমন অসুবিধা হবে না। তাহলে আর বাংলাদেশ এবং আফগানস্থানির খেলা দেখা নিয়ে আর কোন চিন্তা রইল না। যেখানেই থাকুন না কেন, আপনার মোবাইল ফোনে খেলা দেখুন। এছাড়া আপনার প্রিয় অনুষ্ঠানটি দেখতে পারেন যে কোন সময়।



(অ্যাপস টির সাইজ মাত্র : ৪.৬ মেগাবাইট। টাইপ : এন্ড্রোয়েড।)
ডাউনলোডের পর ইনস্টল করুন। এবার মোবাইলের ডাটা কানেকসন চালু করে অ্যাপসটি ওপেন করুন। তারপর যে চ্যানেল দেখতে চান, সেই চ্যানেলে গিয়ে আরামচে দেখতে থাকুন।টিউনটি ভাল লাগলে এবং এই অ্যাপসটি থেকে উপকৃত হলে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রইলো।
সবাই কে ধন্যবাদ জানিয়ে টিউনের ইত টানছি।




1 Comments

Post a Comment

Previous Post Next Post