নষ্ট মেমরি কার্ড নিজেই ঠিক করুন একদম সহজ পদ্ধতিতে


নষ্ট মেমরি কার্ড নিজেই ঠিক করুন একদম সহজ পদ্ধতিতে


কেমন আছেন আপনারা সবাই? আশা করি  ভাল ই আছেন আর আমার টিউন গুলো ফলো করলে খারাপ থাকার কোন প্রশ্ন ই নাই। নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন আমাদের অনেকের ই মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন
এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন
খুব সহজেই আপনি আপনার মেমরি কার্ড রিপেয়ার করতে পারেন এই সফটওয়ার টির দ্বারা। ডাউনলোড করার পর RAR ফাইলটি ওপেন করুন। এরপর এক্সট্রাক্ট (Extract) করুন। একটি exe ফাইল পাবেন এটি কম্পিউটার এ ওপেন করুন এবং সেটআপ দিন। তারপর আপনার নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার টি OPEN করুন তারপর আপনার মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS সিলেক্ট করুন Quick Format সিলেক্ট করুন এবং Start
বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন। ব্যাস কাজ শেষ। অ্যাপটির সাইজ মাত্র 1.6mb। আশা করি কোন সমস্যা হবেনা। এটি খুব শক্তিশালী সফটওয়ার যা নিমেষের মধ্যেই আপনার নষ্ট মেমরি কার্ড ঠিক করতে সক্ষম। একবার ব্যবহার করেই দেখুন। আজকাল যে নিম্নমানের মেমরী কার্ড বাজারে পাওয়া যায় সেগুলো কখন যে ক্রাশ হয়ে যাবে তার কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই এই সফটওয়্যার টি আপনার যেকোন সময় উপকারে আসতে পারে। এটি ইউজ করে এতই সহজ যে কঠিন কোন কিছুই এর মধ্যে পাবেন না। যে কেউ এটি অনায়াসেই ইউজ করতে পারে। শুধু কার্ড রিডারের মাধ্যমে কম্পিউটারে মেমরি কার্ড টি ঢুকিয়ে দিয়ে সফটওয়্যার টি ওপেন করলেই উপরের দেখানো নির্দেশ মতো কাজ করলেই হয়ে যাবে। ধন্যবাদ!

Post a Comment

Previous Post Next Post